দিনাজপুর হিলিতে বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখ উপলক্ষে নানা আয়োজনে মধ্যে দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা নির্বহী অফিসার নুরে এ আলমে সভাপত্বিতে উপজেলা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা র্যলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাই স্থানে এসে শেষ হয়।পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মোস্তাফিজার রহমান, উপজেলা পরিষদ শিশু নিকেতন অধ্যক্ষ আওলাদ হোসেন,হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম তৌহিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পদমর্যাদার রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করে।
