দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ মার্চ) দিনব্যাপী হাকিমপুর মহিলা কলেজ মাঠে উপজেলা আ.লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা আ.লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাঃ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিকসহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মি ও সহযোগি সংগঠনের কমিরা।

পুর্বের উপজেলা কমিটি বিলুপ্ত করে পৌর আওয়ামী লীগ সহ ৩টি ইউপি আওয়ামী লীগের ভোটারদের অংশগ্রহণে ভোটের মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করেন।
উপজেলা চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন ১৭৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন, আব্দুর রহমান লিটন ১৫৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন।
