হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর অন্যতম সংগঠন প্রথম আলো বন্ধুসভা, হাবিপ্রবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছে।
বিশ্ববিদ্যালয়ের পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে পরিবেশ বিষয়ক কিছু আলোচনা ও গাছ লাগানোর সুবিধাসমূহ নিয়ে আলোচনা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়। এতে বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে পরিবেশ নিয়ে পজিটিভ সাড়া পাওয়া যায়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আরিফুজ্জামান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ফাতিহা ফারহানা, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি সহ বন্ধুসভার জন্য নিবেদিত কিছু বন্ধু।
তাদের অনুভূতি জানতে চাইলে একজন শিক্ষার্থী বলেন,” আমরা চেষ্টা করবো প্রতি বছরেই আমাদের বাসার আশে পাশের ফাঁকা জায়গায় গাছ লাগানোর।”

হাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান বলেন, “বন্ধুসভা সবসময় ভালো কাজগুলোর সাথে থাকেন। এরই ধারাবাহিকতায় পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশকে টিকিয়ে রাখতে হলে আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে।”
হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ভালোর সাথে আলোর পথে” এই স্লোগান কে সামনে রেখে হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভা সবসময় সমাজের জন্য কল্যানকর, দেশের জন্য মঙ্গল, পরিবেশের জন্য উপকারী কাজ গুলো করে থাকে। গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকেই আমরা ফ্রিতে অক্সিজেন পাই, এবং সেই অক্সিজেন আমাদের বেঁচে থাকতে সহায়তা করে। শুধু অক্সিজেন ই নাহ, পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিশ্বব্যাপী কার্বনের পরিমান কমাতে, প্রাকৃতিক দূর্যোগের সম্ভাবনা কমাতে গাছের ভূমিকা অপরিসীম। তাই সবার প্রতি আহবান রইলো, আমাদের বাড়ির আশেপাশে খালি জায়গায়, রাস্তার পাশে যখনই সময় পাবো একটি হলেও গাছ লাগাবো।
পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানান ও বন্ধুসভা যেনো সবসময় ভালো কাজগুলো করে যেতে পারে এই কামনা প্রত্যাশা করেন। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতিক্রমে বিদ্যালয়ের ফাঁকা স্থানে কিছু বৃক্ষ রোপণ করা হয়।
