হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উত্তরোত্তর সমৃদ্ধি ও সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারী বৃন্দ এবং বিশ্বের সকল মানুষের সার্বিক মঙ্গল কামনায় গত ১৫/০৬/২০২২ ইং তারিখে অডিটোরিয়াম-১ এক কেন্দ্রীয় প্রার্থণা আয়োজন করা হয়। প্রার্থণাটির আয়োজন করে হাবিপ্রবি সনাতনী শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ।
এই প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনার পাশাপাশি বাংলাদেশে চলমান প্রাকৃতিক দূর্যোগ এবং বিশ্বে চলমান মহামারি থেকে পরিত্রাণের জন্য প্রার্থনা করা হয়। উক্ত প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী দের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

এই প্রার্থনা শেষে সংগঠনটির ২০২২-২০২৩ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সমাজ বিজ্ঞান বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী বিকাশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিজ্ঞান অনুষদের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী স্বপন সরকার।
নতুন দায়িত্ব প্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক সকল শিক্ষার্থীকে নিয়ে আলোকিত এবং মানবিক মানুষ গড়ার প্রত্যয়ে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
