হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষক ও ১৭-২১ ব্যাচের সকল শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মোঃ জামিল সুলতান, সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ ইলিয়াস হাসান পাঠান, সহকারী অধ্যাপক রনি তোতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জামিল সুলতান বলেন, “মাহে রমজান মাস শান্তি-সম্প্রীতির মাস। রোজার মাহাত্ম্যকে ধারণ করে সিনিয়র জুনিয়র সম্পর্ককে আরও সুন্দর ও বেগবান করার মাধ্যমে বিভাগকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকলকে ইফতারের এত সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ এবং সকলের জন্য শুভকামনা রইলো।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান বলেন, “তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইলো এবং তোমরা নিজের বিভাগকে এগিয়ে নেবার জন্য ও ক্যারিয়ারকে সাফল্যমন্ডিত করতে ভালোভাবে শিক্ষা অর্জন করো এবং সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ন ভালোবাসার সম্পর্ক বিরাজ করুক এই প্রত্যাশা রইলো।”
