23.1 C
Rangpur City
Sunday, April 2, 2023

হাবিপ্রবির ইসিই ক্লাবের নতুন নেতৃত্বে তাসরিফুর রাকিব

-- বিজ্ঞাপন --

-- বিজ্ঞাপন --

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও যোগাযোগ প্রকৌশল বিভাগের ‘ইসিই ক্লাব অব এইচএসটিইউর’ নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে উক্ত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মোহাম্মদ মাহাবুব হোসাইন ,সহ সভাপতি তাসরিফুর রিয়াহি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রাকিব জামান।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও যোগাযোগ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

-- বিজ্ঞাপন --

নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন ইসিই বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক , রেজিস্ট্রার মো.আরিফুল হাসান, সহকারি রেজিস্ট্রার নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. ইমরান খান এবং সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ইকবাল , সহকারী ট্রেজারার ফুয়াদ হাসান ফারুক।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রাকিব জামান বলেন, ইসিই ক্লাবের সাধারন সম্পাদক রাকিব জামান বলেন, ইসিই ক্লাব অফ এইচএসটিউ সর্বদাই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে এসেছে। গত বছর অনেকগুলো মেগা ইভেন্ট তুলে বিশ্ববিদ্যালয়ে এখন এক উদাহরণ এর ক্লাব হয়েছে, আর আমরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ্।

-- বিজ্ঞাপন --

কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে জাহিদাতুন্নাহার, সহ-প্রচার সম্পাদক মো.আলভি ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া কাঁকন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও অন্যান্য পদপ্রাপ্তদরা হলেন, মোহাম্মদ জুবাইর আহমেদ, মো. ফজলে হাসান মিহাদ, আঞ্জু মনিরা শিলন, মোহাম্মদ রোবাইদুল ইসলাম, মাহাদি হাসান অনিক, সাফায়েত হোসেন স্বাধীন, মো. রেজোয়ানুল ইসলাম রিফাত, মো. মামুন ইসলাম, বিধান রায়, মোহাম্মদ জাওয়াদ রিজওয়ান সরকার, খন্দকার সাজেদ আহমেদ প্রান্ত,আবিদ হাসান রাফি ,ফয়সাল আহমেদ,শাফিন মাহমুদ চৌধুরী, ইরফান আহমদ নাভিল।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,587FollowersFollow
930SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles