২৩ ডিসেম্বর বাংলাদেশ মার্কেটিং দিবস। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মার্কেটিং। সময়ের আর্বতে পরিবর্তন হচ্ছে মার্কেটিং, বদলে যাচ্ছে সজ্ঞাও।
আন্তর্জাতিক মার্কেটিং দিবস পালন তো হচ্ছেই, এর পাশাপাশি পালন করা হচ্ছে
” বাংলাদেশ মার্কেটিং ডে “।
এরই ধারাবাহিকতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও পালন করা হয়েছে পঞ্চম (৫ম) বাংলাদেশ মার্কেটিং দিবস ।
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা এই দিনটি কেক কেটে উদযাপন করেছেন।
উদযাপনের সময় উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডীন অধ্যাপক রাফিয়া আক্তার। তিনি বলেন, ” একটা বিষয়ের ওপর আলাদা বা নির্দিষ্ট দিবস থাকা চমৎকার, গুরুত্বও বেড়ে যায়। হাবিপ্রবিও এই দিবসটি নিয়মিত পালন করে দিবসটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলোক।
মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: জামাল উদ্দীন বলেন,” বাংলাদেশ মার্কেটিং দিবসটি ৫ম বারের মতো পালন করা হচ্ছে। মার্কেটিং দিবসটি প্রতি বছর পালন করার জন্য বিভিন্ন সংস্থা চেষ্টা করছে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ধীরেধীরে পালন করার চেষ্টা করা হচ্ছে। দিবসটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হোক, এই প্রত্যাশা করি। “
এসময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
