শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নূর ইসলাম (৪০) নামে একজনকে হাত-পা বেঁধে মাটিতে পুঁতে রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল।

এর আগে শনিবার (২৬ মার্চ) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের দক্ষিণ তন্তর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
আটকরা হলেন- প্রধান অভিযুক্ত আলিম উদ্দিন, তার স্ত্রী মনিরা বেগম ও ছেলে মুক্তার হোসেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের দক্ষিণ তন্তর গ্রামের নূর ইসলামের সঙ্গে তার চাচা আলিম উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ করেও কোনো সমাধান হয়নি।
শনিবার দুপুরে আলিম তার স্ত্রী-ছেলেকে নিয়ে নূর ইসলামের বাড়িতে যান। উঠানে গর্ত খুঁড়ে দুপুর আড়াইটার দিকে তার হাত বেঁধে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রাখেন । এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাকে উদ্ধারের সময় তার মেয়ের জামাতা আহত হন।
ভুক্তভোগী নূর ইসলাম জানান, জমি নিয়ে চাচার সঙ্গে বিরোধ ছিল। এ জন্য আমাকে মেরে ফেলতে বাড়িতে হামলা চালায়। মাটিতে পুঁতে হত্যার চেষ্টা করে। আমি চিৎকার করলেও প্রতিবেশীরা এগিয়ে আসেননি। পরে পুলিশ আমাকে উদ্ধার করেছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় নূর ইসলামের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় সাতজনকে আসামি করে শনিবার রাতে একটি মামলা করেন। এরপর আমরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছি।
