দিনাজপুর হাকিমপুর উপজেলা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ শনিবার বার (১৭ ডিসেম্বর ) সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৩টি স্থরে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এর মধ্য ৩ জন নির্বাচিত হয়।
নির্বাচনে -সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.সাখাওয়াত হোসেন লাবু ৬ ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরে আলম ৫ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মো.কাইছার ১৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল ইসলাম রানা ১৪ ভোট পান।
কোষাধক্ষ্য পদে আব্দুল লতিফ
ভোট পেয়েছেন ১৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির উদ্দিন পেয়েছেন ১১ভোট।
নির্বাচনে দায়িত্বরত সহকারী নির্বাচন কমিশনার নজরুল ইসলাম জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৯জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২৯ জন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. কাইসার রহমান লেখক সমিতির ভোটারগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সম্মানিত দলিল লেখকগনের কাছে আমি ঋণী হয়ে গেলাম, আপনাদের ভালবাসায় আমি সিক্ত কথা দিলাম পাশে থাকব।
