‘ঠাকুরগাঁও গেজেট শপ’ অনলাইনে মোবাইল কেনার প্রথম যাত্রা শুরু করেন ২০১৮ সালে।অনলাইন বেশ সাড়া পাওয়া তে ২০১৯ সালে অফলাইনে নতুন-পুরাতন ও সকল ব্র্যান্ডের কালেকশন নিয়ে ছোট দোকান নিয়ে শুরু করেন ইসলাম প্লাজা মোবাইল মার্কেটে। ঠাকুরগাঁও গেজেট শপ শুধু ঠাকুরগাঁও জেলার মধ্যেই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করে থাকেন না। উনারা বাংলাদেশের ৬৪ জেলাতেই ক্রয়-বিক্রয় করে থাকেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।
নতুন-পুরাতন ও সকল ব্র্যান্ডের কালেকশন দোকান হিসেবে জনপ্রিয় ‘ঠাকুরগাঁও গেজেট শপ’ হামিদ মার্কেটে গ্রাহকদের জন্য নতুন চমক ও অভিজ্ঞতা নিয়ে সম্পূর্ণ নতুন আঙিকে আজ শুক্রবার বার বিকেলে উদ্বোধন করা হলো ।

ঠাকুরগাঁও গেজেট শপ এর স্বত্ত্বাধিকারী রিজওয়ানুল ইসলাম রনি ফিতা কেটে উদ্বোধন করেন।
এর আগে উদ্বোধনী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রিয় কিছু ছোট ভাই ,বড় ভাই, বন্ধু-বান্ধব সহ মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঠাকুরগাঁও গেজেট শপ হচ্ছে অনলাইন ও অফলাইন মোবাইলের কেনার একটি অঙ্গ প্রতিষ্ঠান। উভয় প্রতিষ্ঠানেরই আরো একটি শপ উদ্বোধন করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ ঠাকুরগাঁও গেজেট শপ নামক প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় গ্রাহকের সুবিধার্থে নতুন-পুরাতন ও সকল ব্র্যান্ডের কালেকশন নিয়ে তিনি যাত্রা শুরু করলেন।
