স্বপ্নের পদ্মা সেতুর উদ্ধোধনের দিন শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দ শোভা বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
আনন্দ শোভা যাত্রায় অংশ নেয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোরুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, হারাগাছ পৌর সভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগ নেতা মোঃ হাকিবুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ আরও অনেকে।
শোভাযাত্রা শেষে টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে বসে টেলিভিশনে সরাসরি উদ্ধোধনী অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ স্ব-স্ব উদ্যোগে এ উৎসব পালন করে।
