গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাতিজিকে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মিঠু মিয়া (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। আহত অবস্থায় তার ভাতিজিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার সুন্দরগঞ্জ-তারাপুর সড়কের গংগার হাট (মাস্টার পাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু রংপুরের পীরগাছা উপজেলার নিজপাড়া স্বজনতারা গ্রামের আ. ছাত্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মিঠু তার সাত বছর বয়সের এক ভাতিজিকে নিয়ে বাইক চালিয়ে সুন্দরগঞ্জ-তারাপুল সড়কের চৈতন্য বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে গংগার হাট এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি সুপারির গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মিঠু মারা যান। তার ভাতিজিকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম।
