ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জীবনে নতুন এক অধ্যায়ের শুরু হয়েছে। অভিনেত্রী থেকে প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। পরিচালক হিসেবে যাত্রা শুরুর আগ মুহূর্তকে এভাবেই ব্যাখ্যা করলেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। অপু বিশ্বাস বলেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই।’
সম্প্রতি সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। চলচ্চিত্র নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে ৬৫ লাখ টাকা দেওয়া হয়েছে।
বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। ওই সময়ের একটি ছবি ফেসবুকে পোস্ট করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই।’
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অপু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য, আশা করি সব সময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাশে পাবো। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’
২০২১-২২ অর্থবছরে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য, ৬টি স্বল্পদৈর্ঘ্য এবং ২টি প্রামাণ্যচিত্রের জন্য অনুদান দেওয়া হয়েছে। বুধবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে এগুলোর প্রস্তাবকদের হাতে প্রতিটি চলচ্চিত্রের জন্য মঞ্জুর হওয়া মোট অনুদানের ৩০ শতাংশের চেক তুলে দেওয়া হয়।
