রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর সুগার মিলে মাঠে লাখ মুসল্লির সমাগমে শুরু হয়েছে জেলা মিনি ইজতেমা।
গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে শ্যামপুর সুগার মিলের মাঠে রংপুর তাবলীগ জামাত বাংলাদেশ হাজ্বী মোজাফফর হোসেন আমির তাবলীগ জামাত আয়োজনে (০৩) দিনব্যাপী ইজতেমা শুরু হয়।
বৃহস্পতিবার সকাল থেকে আম বয়ান শুরু করে তাবলীগ জামাতের আলেমগণ। আল্লাহ ও নবী-রাসুলের হুকুম আহকাম মেনে চলার মধ্যেই ইহকাল ও পরকালে সুখ শান্তি রয়েছে বলে উল্লেখ্য করেন তারা। বিশাল এ মাঠে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি শামিয়ানার নিচে অবস্থান নেন।
এদিকে, রংপুর অঞ্চলের বৃহৎ এ ইজতেমাকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ইজতেমা মাঠসহ আশপাশের এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন। র্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা সহ পোশাকধারী ও সাদা পোশাকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
আজ শনিবার দুপুরে আখেরী মোনাজাতের মাধ্যমে রংপুর জেলা ইজতেমা শেষ হয়।
ইজতেমা কর্মসূচিতে উপস্থিত আছেন।
আখেরি মোনাজাত করেন মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তাবলীগ জামাত কাকরাইল ঢাকা। মাওলানা মুফতি উসামা ইসলাম, তাবলীগ জামাত কাকরাইল মসজিদ, ঢাকা। মাওলানা মুফতি আজিম উদ্দিন,তাবলীগ জামাত কাকরাইল ঢাকা হাজ্বী মোজাফফর হোসেন জেলা আমির রংপুর।

ইজতেমায় রংপুর জেলার প্রতিটি উপজেলা সহ আশেপাশের জেলা হতে আনুমানিক প্রায় ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লী আখেরি মোনাজাতে অংশগ্রহন করেন।
এছাড়াও থাইল্যান্ডের ০৭ জন এবং ভারতীয় ০৮ জন সহ মোট ১৫ জন বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিত থেকে অদ্যকার আখেরি মোনাজাতে অংশগ্রহন করেন।
