নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া মুন্সিগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চের আরও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা স্বজনদের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
এ নিয়ে এ দুর্ঘটনায় মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বাকিরা হলেন, মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলাম পুরের ব্যবসায়ী জয়নাল ভূঁইয়া (৫৫), মুন্সিগঞ্জের সদরের আরিফা আক্তার (৩৫), তার ছেলে সাফায়েত (১৫ মাস), পটুয়াখালীর মির্জাগঞ্জের সালমা বেগম (৪০), তার মেয়ে ফাতেমা (৭) ও মুন্সিগঞ্জ সদরের স্মৃতি (২০)।

রোববার (২০ মার্চ) দুপুর ২টায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি সোমবার (২১ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর উদ্ধারকারীরা লঞ্চটির ভেতরে তল্লাশি চালিয়ে কোন মরদেহ পাননি।
দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া কার্গো জাহাজ এমভি রূপসী-৯ আটক করেছে নৌ পুলিশ। রোববার দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনার পরই ওই কার্গোটি মুন্সিগঞ্জের হোসেন দি ডকইয়ার্ডে নোঙ্গর করে। পরে পুলিশ সেখান থেকে কার্গোটি আটক করে।
