25.8 C
Rangpur City
Thursday, October 6, 2022

শিক্ষক হিসেবে ইউএনওকে পেয়ে আনন্দিত গঙ্গাচড়ার শিক্ষার্থীরা

-- বিজ্ঞাপন --

চক ডাস্টার হাতে নিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন (পিএএ)। এ সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।

-- বিজ্ঞাপন --

বৃহস্পতিবার (১০ মার্চ ) সকালে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি চক ডাস্টার হাতে নিয়ে রীতিমতো শিক্ষক বনে যান।

-- বিজ্ঞাপন --

শিক্ষার্থীরা জানান, ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি আমাদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন। আমাদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন।

-- বিজ্ঞাপন --

গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা বলেন, ইউএনও স্যার আকস্মিক স্কুলে এসে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজখবর নিয়েছেন। এর পর শিক্ষকদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। তার এ ধরনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন বলে মনে করেন ওই শিক্ষক।

উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন (পিএএ)  বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই উদ্দেশ্যে বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে কোনো সমস্যা থাকলে দ্রুত তা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে। গঙ্গাচড়া উপজেলার শিক্ষাব্যবস্থাকে মডেল হিসেবে গড়তে তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,627FollowersFollow
603SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles