মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নিখোঁজ হয়েছেন রংপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা ছাদেক আলী (৮০)।তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দর্শনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ আ’লীগ নেতার ছেলে মেহেদী হাসান।তিনি জানান,তার বাবা ছাদেক আলী গত রোববার ( ২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রংপুর শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন।এরপর তিনি আর বাসায় ফেরেন নি।২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান না মেলায় ও আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করে না পেয়ে তাজহাট থানায় সোমবার (২১ ফেব্রুয়ারি) একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।এদিকে জিডি সূত্রে জানা যায় ,নিখোঁজ আ’লীগ নেতা ছাদেক আলীর গায়ের রং ফরসা, তিনি উচ্চতায় ৫ ফিট ৬ ইঞ্চি। তার মাথার চুল ও দাড়ি সাদা রঙের। বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে সাদা রঙের পাঞ্জাবি-পায়জামা এবং খয়েরি রঙের জ্যাকেট ছিল।কেউ কোথাও তাকে দেখলে বা সন্ধান দিতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় অথবা পরিবারের সঙ্গে ০১৮১১৪২৮৩২২ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে জিডিতে।বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশেরতাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান বলেন, এখনো নিখোঁজ ছাদেক আলীর খোঁজ পাওয়া যায়নি। তবে সব ধরনের অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
