লালমনিরহাটের হাতীবান্ধায় বজ্রপাতে আব্দুল মতিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল মতিন ওই এলাকার মৃত নূর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন প্রতিবেশীসহ বাড়ির পাশে মাছ ধরতে যান আব্দুল মতিন। হঠাৎ বৃষ্টি শুরু হলে মাছ ধরা ছেড়ে বাড়ি ফিরছেলিন তিনি। ফেরার পথে বজ্রপাতের গুরুতর আহত হন আব্দুল মতিন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সানিয়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসেম তালুকদার।
