লালমনিরহাটের পাটগ্রামে ভুট্টা ক্ষেতের ভেতরে বস্তাবন্দি ৪ মণ গরুর মাংস উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দহগ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মাংসগুলো উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, দেশে গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় কতিপয় চোরাকারবারিরা ভারতীয় গরু ক্রয় করে দহগ্রামে নিয়ে আসে। কড়িডোর গেটে জীবন্ত গরু পাচার করা অসম্ভব হওয়ায় চক্রটি গরুগুলো জবাই করে মাংস বস্তা ভরে কড়িডোর গেট অতিক্রম করে।

পরে এসব মাংস জেলা শহরসহ সারাদেশে পাঠানো হয়। গরু জবাই করার দীর্ঘ সময় পরে এসব মাংস ক্রেতার হাতে পৌঁছায়। ফলে মাংসগুলো মানহীন হয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠে। এসব মাংস খেয়ে নানা রোগে ভুগছে ক্রেতারা।
মাংস পাচারকারী একটি চক্র গরু নিয়ে এসে বাঁশ বাগান, ভুট্টা ক্ষেতের আড়ালে জবাই করে মাংস বস্তাবন্দি করে সুযোগমত পাচার করছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পাটগ্রাম থানা পুলিশ দহগ্রামের ওসমানের বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে বস্তাবন্দি ৪ মণ মাংস উদ্ধার করে। তবে কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ। দহগ্রামের ভিতরে এমন মাংস পাচারবারী চক্রের উৎপাত লাগামহীন ভাবে বেড়েছে।

ওসি আরও জানান, ভুট্টা ক্ষেত থেকে ৪ মণ মাংস উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়েছে। তারা এসে মাংসের গুণগত মান পরীক্ষা করে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।
