লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস চলাকালীন শ্রেণি কক্ষের ফ্যান খুলে মাথায় পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- ওই শ্রেণির শিক্ষার্থী হিতৈষী রায়, সাবিহা, জাহান এরিনা ও সিফা।

বিদ্যালয়ের দিবা শিফ্টের ইনচার্জ আব্দুল আওয়াল জানান, ৯ম শ্রেণির সহকারী শিক্ষক সুব্রত রায়ের ইংরেজি ক্লাস চলছিল। এসময় দুপুর দেড়টার দিকে হঠাৎ ৯ম শ্রেণির কক্ষ থেকে চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি কয়েকজন ছাত্রী আহত হয়েছে। জানতে পারি তাদের মাথায় ফ্যান খুলে পড়ে চার ছাত্রী আহত হয়েছে।
পরে‘তাৎক্ষণিক আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে হিতৈষী রায়ের কপাল কেটে যায়। এতে তার সেলাই লেগেছে। অন্যরা হাতে ও পিঠে আঘাত পেয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।’

হিতৈষী রায়ের বাবা প্রদীপ কুমার বলেন, ‘আমার মেয়ে খুবই অসুস্থ। তার কপালে সাতটি সেলাই দেয়া হয়েছে। আমি এটি মানতে পারতেছি না। কী আজব ঘটনা! একটি সরকারি স্কুলের ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত হবে, এটা ভাবা যায়?’
লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা বেগমের জানান, আমি অসুস্থ থাকায় রংপুরে চিকিৎসা নিচ্ছি। তবে স্কুলের দুর্ঘটনার বিষয়টি জেনেছি।
