লালমনিরহাটে আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ আবু জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনসার ভিডিপি রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের ক্লান্তিলগ্নে তথা মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন তথা মহান স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতা উত্তর জাতির অর্জিত সাফল্যের বাঁকে বাঁকে অবিস্মরণীয় ও বিরল দৃষ্টান্ত রেখেছে। এ বাহিনীর সদস্য সদস্যাগণ তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের প্রান্তিক জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে তারা নিরলস ও প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানে জনাব সামাদ বাহিনীর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে আরোও বলেন, দেশের নিভৃত অঞ্চলে বিস্তৃত আনসার ভিডিপির প্রায় ৬১ লাখ সদস্য-সদস্যা গ্রামোন্নয়ন আন্দোলনে সরাসরি সম্পৃক্ত রয়েছে। দেশব্যাপি জাতীয় উন্নয়ন কর্মকান্ডে তাদের বহুল প্রশংসনীয় অবদানে এ বাহিনীর সুনাম অম্লান ও অক্ষুণ্ণ রয়েছে। এসময় তিনি ক্ষুধা, দারিদ্র ও জঙ্গিবাদ মুক্ত একটি সমাজ ও দেশ গঠন তথা স্বনির্ভর ও সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে জাতির কাংখিত স্বপ্ন পূরণ এবং জাতীয় মানবিক ও সামাজিক মর্যাদা সুরক্ষায় সততা ও নিষ্ঠার সহিত নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক, বীরপ্রতীক, লালমণিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আদিতমারী শাখা ব্যবস্থাপক মোঃ রুহুল আকতার। স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব), ২৮ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক এ এইচ এম সাইফুল্লাহ হাবীব। বার্ষিক কাজের প্রতিবেদন পাঠ করেন ভিডিপি ইউনিয়ন দলনেতা মুকুল চন্দ্র দাস ও দলনেত্রী মোছাঃ রূপালী বেগম প্রমূখ।

সমাবেশে আমন্ত্রিত অতিথিদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান এবং ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আনসার ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে বাইসাইকেল, শেলাই মেশিন, মোবাইল সেট, ছাতাসহ বিভিন্ন পুরস্কার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বাহিনীর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ, পিভিএমএস।
লালমনিরহাট জেলার সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক ও উপজেলা প্রশিক্ষিকাগ্ণ এবং বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আগত আনসার কমান্ডার, ভিডিপি দলনেতা দলনেত্রী ও সদস্য সদস্যাবৃন্দ আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন।
