লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে নাইমুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবককে মাদকসহ ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। মঙ্গলবার (১২ জুলাই) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি সীমান্ত এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
নাইমুল ইসলাম (৩০) ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার আসাদুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
স্থানীয় সূত্র জানায়, নাইমুল ইসলাম দীর্ঘদিন ধরে থেকে ভারতীয় বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ভারত থেকে মাদক নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করতেন। মঙ্গলবারও মাদক নিয়ে ভারত থেকে বাংলাদেশ আসছিলেন। পথে ভারতীয় ৯১৩ নম্বর মেইন পিলারের কাছ ভারতের চিত্রা ক্যাম্পের ৭৫ বিএসএফ সদস্যরা তাকে ফেনসিডিলসহ ধরে নিয়ে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান বলেন, উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে এক বস্তা মাদকসহ একজন বাংলাদেশি যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। ওই যুবক একজন মাদক ব্যবসায়ী ছিলেন। এ বিষয়ে বিএসএফ’র সঙ্গে পরে কথা বলবেন বলেও জানান তিনি।
