নীলফামারীর কিশোরগঞ্জ থেকে অস্ত্র ও মাদকসহ মবু মিয়া (৫৫) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। তার বিরুদ্ধে উত্তরবঙ্গের বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
বুধবার (০৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরে ব্যাটালিয়নের অস্থায়ী সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৩ এর কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

গ্রেফতার মবু মিয়া কিশোরগঞ্জ উপজেলা শহরের পুঁটিমারি কাউয়ার মোড় এলাকার বাসিন্দা।
কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি মবু ডাকাত। উত্তরাঞ্চলের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা তিনি। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছেন। ব্যবসা টিকিয়ে রাখার জন্য এলাকায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করছিলেন। তার বিরুদ্ধে ভয়ে কেউ প্রতিবাদ করত না। তার নামে উত্তরাঞ্চলের বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, মবু ডাকাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে অপরাধমূলক কার্যক্রম চালাতেন। বিভিন্ন সময় পরিচয় গোপন রেখে অসংখ্য ব্যক্তি তার কর্মকাণ্ড প্রতিহত করার জন্য র্যাবের কাছে সহায়তা চেয়েছেন। এসবের পরিপ্রেক্ষিতে তাকে আইনের আওতায় আনার জন্য ব্যাপক গোয়েন্দা অনুসন্ধান চালানো হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তাকে পুঁটিমারি কাউয়ার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি, ৫০ বোতল ফেনসিডিল ও ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
