রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এই কর্ণারের উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এই কর্ণার প্রতিষ্ঠা বলে জানান হল প্রাধ্যক্ষ ড. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন এই হলের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বঙ্গবন্ধুর জন্ম না হলে, বাংলাদেশের জন্ম হতো না। এই কর্ণার প্রতিষ্ঠা তখনই সফলতা লাভ করবে, যখন শিক্ষার্থী ও দর্শনার্থীরা এখানে এসে পড়বে, জানবে ও নিজেকে বঙ্গবন্ধুর মত আলোকিত করে গড়ে তুলবে।
হল প্রাধ্যক্ষ ড. মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই কর্ণারটিতে বঙ্গবন্ধুকে নিয়ে শতাধিক বইও ত্রিশটির মত আলোকচিত্র রাখা হয়েছে। দর্শনার্থীদের মন্তব্য জানানোর জন্য আছে পরিদর্শন বই।
