লিখন আহমেদকে সভাপতি ও হাদিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের নতুন কমিটি ঘোষণা।
বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় অনলাইনে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়ক আলমগীর কবির।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মিলন আলী, মাহমুদা আক্তার মিরা, শাকিল খান, আল ইমরান।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মিলন হাসান, ফিরোজ হোসেন, ফরহাদ শাহরিয়ার, আশিকুর রহমান অন্তর।সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনীতা বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল সিহাব জিম।

তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে মারুফ হাসান মিলু,উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তৌফিকুর রহমান। প্রচার সম্পাদক হিসেবে নাহিদ কাওসার,উপ-প্রচার সম্পাদক জান্নাতুন নাঈম তুহিনা।
দপ্তর সম্পাদক হিসেবে রাফিজুল ইসলাম তৌসিফ,কোষাধ্যক্ষ হিসেবে সিরাজুম মনিরা সঞ্চিতা, নারী ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে সাথী আক্তার,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে তামান্না তাবাসসুম ইরানি, ক্রীড়া ও সাস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে সালিম শাদমান রাফি, পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে সাইদুর রহমান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে রাজীব হোসেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেব আছেন জান্নাতুল ফেরদৌস মিম, রত্না খাতুন দিশা, আবু সাহাদাৎ বাঁধন, ইসরাত জাহান, বাপ্পি, শুভ শ্রী দাস, মোতাসিম বিল্লাহ মাহিন এবং সাকিব হোসেন।
কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার তাপু, উপ-উপাচার্য ড.মোঃ সুলতান-উল-ইসলাম টিপু এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান।
উল্লেখ্য, “গ্রীন ভয়েস” মূলত পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার সংরক্ষণ ও উন্নয়নে নিয়োজিত একটি স্বেচ্ছাব্রতী সামাজিক সংগঠন।
