23.1 C
Rangpur City
Sunday, April 2, 2023

রাণীশংকৈল থানার ওসি তদন্ত হত্যা মামলার রহস্য উদঘাটন করায় পেলেন সম্মাননা স্মারক

-- বিজ্ঞাপন --

-- বিজ্ঞাপন --

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ওসি তদন্ত হুসাইন হত্যা মামলা এবং বিট পুলিশিং জোরদার করন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করায় জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে বিশেষ সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার পেয়েছেন গত কাল রবিবার (৫ ফেব্রুয়ারী) জেলা শহরের পুলিশ সুপার কার্যালয়ে এ সন্মাননা তুলে দেওয়া হয়।

ওসি তদন্ত মহসিন আলী গত ২৬ শে অক্টোবর ২২ খ্রিস্টাব্দে রাণীশংকৈল থানায় যোগাদান করেন,যোগদানের পর থেকে তিনি এ যাবৎ এ উপজেলায় চুরি, মাদক,বাল্য বিবাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হত্যা মামলা উদঘাটন করে বিট পুলিশিং এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এবং স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের পরা লেখায় মনোযোগীসহ বিভিন্ন দিক নিদর্শনা উপদেশ দিচ্ছেন।

-- বিজ্ঞাপন --

এ বিষয়ে ওসি তদন্ত মহসিন আলী জানান, আমি থানায় যোগদানের প্রায় ৩ মাস হচ্ছে,আসার পর এ উপজেলায় দুটি হত্যা মামলা হয়েছে। আমি এর আসল রহস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার উদঘাটন করতে পেরেছি। এবং বিভিন্ন রকম ভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছি আগামিতেও দিব।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,587FollowersFollow
930SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles