25 C
Rangpur City
Thursday, October 6, 2022

রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান: সিইসি

-- বিজ্ঞাপন --

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কমিশন ভোটার ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করতে চায়। একইসঙ্গে নিষ্ঠা ও সততার সাথে দেশের গণতন্ত্রকে সুসংহত করার প্রত্যয়ের কথাও জানান সিইসি। সোমবার নির্বাচন কমিশনে যোগদানের পর দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শপথ গ্রহনের পর সোমবার থেকে নির্বাচন কমিশনে অফিস শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের ইসি ভবনে আজ দায়িত্বে যোগ দিয়েছেন তিনি। ভবনের চারতলায় নিজ দপ্তরে বসেই আগামী পাঁচ বছরের নানা নির্বাচনী কর্মযজ্ঞ পরিচালনা করবেন তিনি।

-- বিজ্ঞাপন --

এছাড়া অন্য চার কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান তাদের নিজ নিজ দপ্তরে বসেন। তারা বুঝে নেন তাদের নিজ নিজ দপ্তর। এসময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

পরে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে পরিচিত সভা করেন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সিইসিসহ চার কমিশনার।

-- বিজ্ঞাপন --

প্রথমে সিইসি বলেন, আগামী ৫ বছর তার কমিশন সততার সাথে কাজ করতে চায়। গ্রহনযোগ্য নির্বাচন করারও প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

প্রয়োজনে বিএনপিকে নির্বাচনে আনতে একসঙ্গে বসতেও পারি বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

-- বিজ্ঞাপন --

এর আগে গতকাল নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার শপথ নেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ পাঠ করান।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গতকাল শনিবার সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারদের পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,627FollowersFollow
603SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles