22.2 C
Rangpur City
Sunday, May 22, 2022
Royalti ad

রাজধানীর ৫ স্টেশনে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

-- বিজ্ঞাপন --Royalti ad

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের শুধু রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে টিকিট কেনার চাপ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেলওয়ে। এবার ঈদের অগ্রিম টিকিট রাজধানীর মোট ৫টি স্টেশনে ভাগ করে দেওয়া হয়েছে।

ট্রেনের অগ্রিম টিকিট আজ শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট।

-- বিজ্ঞাপন --

এবারই প্রথম একযোগে রাজধানীর পাঁচটি স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এগুলো হলো-কমলাপুরে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেন, ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেন, মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকেট ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।

এসব স্টেশনের টিকিট বিক্রি সবগুলোতেই নারী ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কাউন্টারের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে।

-- বিজ্ঞাপন --

এবছর ৫০ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে এবং ৫০ শতাংশ টিকিট দেওয়া কাউন্টারে হচ্ছে।

সরেজমিনে দেখা যায় স্টেশানগুলোতে টিকিটপ্রত্যাশী মানুষের দীর্ঘ লাইন রয়েছে। কাঙ্ক্ষিত টিকিট পেতে কেউ শুক্রবার (২২ এপ্রিল) রাতে, কেউ সেহেরির পর এসে লাইনে দাঁড়িয়েছিলেন। তাদের অপেক্ষার অবসান শেষে কমলাপুর থেকে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলো।

-- বিজ্ঞাপন --Bicon Icon

কতৃপক্ষ বলছে, দুই বছর পর এবার ঈদে ট্রেন চলবে পুরোদমেই। সবগুলো ট্রেনই চলবে।

২৭ এপ্রিলের টিকিট আজ পাওয়া গেলেও ২৮ এপ্রিলের টিকিট ২৪ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল ও ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে।

এদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি আগামী ১ মে থেকে শুরু হবে বলে রেলওেয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,666FollowersFollow
398SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles