রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপি হলে আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না জাতীয় পার্টি বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির। তিনি বলেন,এই ভোটে অনিয়ম করার চেষ্টা করা হলে রংপুর আগ্নেয়গিরিতে পরিণত হবে।এই আগ্নেয়গিরির উত্তপ্ততায় সরকারের ভীত নড়ে যাবে।
বৃহস্পতিবার দুপুরে লাঙ্গলের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
ইয়াসির জানান, এই ভোটে কারসাজি হলে আমরা রংপুরের মানুষ বিদ্রোহ-আন্দোলনে যাব তখন বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি বসে থাকবে না। তারা কেন্দ্রীয়ভাবে আমাদের সিদ্ধান্ত দিয়েছে যে কোন ধরনের কারসাজি হলে এই সরকারের আমলে আর কোন নির্বাচনে অংশগ্রহণ করা হবে না ।দলের হাই প্রোফাইল মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে জাতীয় পার্টির প্রাণ রংপুরে কোন ধরনের কারসাজি হলে এই সরকারের আমলে ভোটে অংশগ্রহণ করা হবে না। এই নির্বাচনের উপর ভিত্তি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি যাবে কিনা তা নির্ভর করছে। এই মিটিংয়ে দলের চেয়ারম্যান জি এম কাদের সহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
তিনি বলেন,রংপুরে দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফার জনপ্রিয়তা এমন পর্যায়ে গেছে যে তিনি কোথাও বের হলে পিছনে মানুষের জটলা বেধে যাচ্ছে। মানুষের আবেগ উচ্ছ্বাস ও ভালবাসা দেখেই বোঝা যাচ্ছে এই নির্বাচনে লাঙ্গল মার্কা বিপুল ভোটে জয়ী হবে।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন,নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক এডভোকেট সৈয়দ ফারুক আলম,জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য হাসানুজ্জামান নাজিম,মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ জাতীয় পার্টি নেতৃবৃন্দ।
আগামী ২৭ ডিসেম্বর দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি কর্পোরেশনের তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নির্বাচন। এতে মেয়র পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩১টি ওয়ার্ডের ২২৯ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএম মেশিনে এবং ভোটকেন্দ্র গুলো থাকবে সিসিটিভির আওতায়।
