রংপুরে পুলিশী হয়রানী বন্ধ ও শ্রমিকদের উপরে অন্যায় অত্যাচারের প্রতিবাদে রংপুর নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মহানগর ব্যাটারি চালিত অটোরিক্সা জাতীয় শ্রমিক পার্টির নেতাকর্মীরা। রোববার (১৩ মার্চ) দুপুরে নগর ভবনের সামনে তারা এই কর্মসূচী পালন করেন। এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও শ্রমিকদের ন্যার্য দাবি বাস্তবায়নের দাবি জানান।
এতে বক্তব্য রাখেন মহানগর জাতীয় শ্রমিক ইউনিয়ন সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, মহানগর রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আনু মিয়া প্রমুখ। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শ্রমিকরা অংশ নেয়। মানববন্ধন শেষে নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে রসিক মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, বর্তমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে রিক্সা-ভ্যান ও চার্জার রিক্সা-ভ্যানের ভাড়া বৃদ্ধি করে নগরীর গুরুত্বপুর্ণ স্থানগুলোতে ভাড়ার তালিকা বোর্ড স্থাপন, শ্রমিকদের উপর অন্যায়ভাবে পুলিশের চাপিয়ে দেয়া জরিমানা আদায় বন্ধ, রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক শ্রমিকদের মাঝে দুই হাজার নতুন লাইসেন্স প্রদান করার দাবি জানান।
এছাড়াও নগরীর শাপলা চত্ত¡র হইতে ডিসির মোড় পর্যন্ত শহরের মেইন রাস্তায় রং দিয়ে চিহ্নিত করণের মাধ্যমে অটো রিক্সা ও চার্জার রিক্সা-ভ্যান চলাচলের জন্য আলাদা লেন তৈরি, রিক্সা-ভ্যান ও চার্জার শ্রমিকদের উপর অন্যায়ভাবে অত্যাচারসহ পুলিশি হয়রানী বন্ধ করাসহ চাকায় ট্রাফিক পুলিশ কর্তৃক সুই মারা বন্ধ করতে হবে। তাদেও দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন শ্রমিক নেতারা।
