রংপুরে একটি নকল সার কারখানার সন্ধান পেয়েছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। নকল জিপসাম সার তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে রংপুর তাজহাট থানার আনসারী মোড়সংলগ্ন ‘ভাবনা চক পাউডার মিল’ নামক নকল জিপসাম তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
অভিযানকালে, অনুমোদনহীন কারখানা, ফর্মুলাবিহীন সার উৎপাদন, কাঁচামাল কেনার বৈধ কাগজপত্র ও কেমিস্ট না থাকা এবং কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা না থাকার অপরাধে নকল জীপসাম ও তৈরি উপকরণসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। একই সঙ্গে ‘সার ব্যবস্থাপনা আইন ২০০৬’ এর ১৭ ধারায় কারখানার পরিচালক নুরপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে জিল্লুর রহমানকে (৪০) ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড এবং ত্রুটি সংশোধন না করা পর্যন্ত সকল প্রকার উৎপাদন বন্ধের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

অভিযান বিষয়ে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন জানান, মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
