রংপুর নগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের সাথে থাকা সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মর্ডান মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার খোঁচবাড়ী গ্রামের মহসীন আলীর ছেলে মঈনুল ইসলাম (৩২) ও একই উপজেলার সাহেব পাড়া গ্রামের হামেদুল ইসলামের ছেলে রাকিব হোসেন (২০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি, রংপুর তাজহাট থানাধীন মডার্ন মোড়স্থ শাহীন হোটেল সংলগ্নস্থানে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে মাদক পরিবহনের সময় রাকিব ও মঈনুলকে আটক করা হয়। পরে পাচারের উদ্দেশ্যে তাদের সাথে থাকা সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
