30.4 C
Rangpur City
Sunday, August 7, 2022
Royalti ad

রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো তরুণ ফুটবলার

-- বিজ্ঞাপন --

রংপুরের পীরগঞ্জে ট্রাকের চাপায় মাসুম মিয়া নামে তরুণ এক ফুটবলারের মৃত্যু হয়েছে। বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার দুরামিঠিপুর তেল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

-- বিজ্ঞাপন --

নিহত মাসুম মিয়া পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর এলাকার মাহফুজার রহমানের ছেলে। সে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন খেলোয়াড় ছিলেন।

নিহতের বড় ভাই মামুন মিয়া জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে বেকারিতে যাচ্ছিলেন মাসুম। পথিমধ্যে মিঠিপুর তেল পাম্পের সামনে পৌঁছালে পীরগঞ্জের দিকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

-- বিজ্ঞাপন --

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, গুরুতর আহত অবস্থায় প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় ফুটবলার মাসুম মিয়াকে। কিন্তু তার অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপারকে পাওয়া যায়নি। তাদের আটকের চেষ্টা চলছে।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,637FollowersFollow
496SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles