আজ রবিবার দুপুর ২টায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, রংপুর প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলোয়াত শেষে ১০ তলা ভিত বিশিষ্ট ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোঃ আবু বক্কর সিদ্দীক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সচিব), শিক্ষা মন্ত্রণালয়।


ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব মঞ্জুয়ারা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু বক্কর সিদ্দীক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সচিব), শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভাপতি আসিফ আহসান (জেলা প্রশাসক রংপুর) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। এছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

