
সারাদেশে শুরু হয়েছে একদিনে এক কোটি ডোজ টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচিতে ভোর থেকেই দলে দলে মানুষ ভীড় করেন টিকাকেন্দ্রে। এরই মধ্যে গণটিকায় মানুষের বিপুল উৎসাহ ও টিকাদানে আগ্রহের বিষয়টি নজরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের। পরে সকালেই ঘোষণা দেয়, আরও বেশি সময় ধরে বিরতিহীনভাবে টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার।

সারাদেশের মত রংপুরেও টিকাদান শুরু হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত ১৭২টি কেন্দ্রে এক দিনের জন্য গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।

এর মধ্যে শিক্ষার্থীদের মাঝে ১ম এবং ২য় ডোজ মিলে ৩০ লক্ষ ৪৭ হাজার টিকা প্রদান করা হবে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের আট জেলায় ১০ হাজার শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান করা হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশন এলাকা ঘুরে দেখা যায় বিভিন্ন কেন্দ্রে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ১ম ডোজ সিনোভ্যাক গ্রহন করছেন।
এর মধ্যে ১৯ নং ওয়ার্ডের ৫ টি কেন্দ্রে সকাল থেকে বিরতিহীন ভাবে টিকাদান চলছে।
টিকা নিতে আসা ফাহমিদ হোসেন বলেন, টিকা সবার নেয়া উচিত। করোনার সংক্রমন রুখতে সচেতনতার পাশাপাশি টিকা গ্রহন করা জরুরী।
রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এবং ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আমরা একদিনের গনটিকা কার্যক্রম শুরু করেছি।
সকলকে টিকা গ্রহনের জন্য রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আহবান জানানো হচ্ছে।
