রংপুর জেলার বিশিষ্ট শিল্পপতি জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসাকে আদালতে হাজির করতে তার ছেলে মো. সাইফুল উদ্দিন ভরসার প্রতি দেয়া হাইকোর্টের নির্দেশ স্থগিত করা হয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান হাইকোর্টের আদেশটি ৬ সপ্তাহের জন্য স্থগিত করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও কামরুল ইসলাম। আর করিম উদ্দিন ভরসার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মো: সাইদুল আলম খান।

এর আগে করিম উদ্দিন ভরসার ৯ সন্তানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। হাইকোর্ট তার আদেশে করিম উদ্দিন ভরসাকে ৬ মার্চ আদালতে হাজির করতে তার ছেলে মো. সাইফুল উদ্দিন ভরসাকে নির্দেশ দেন। করিম উদ্দিন ভরসার দুই স্ত্রীর ঘরে ১৬ সন্তান।
গত ৮ সেপ্টেম্বর রংপুর আদালত এক আদেশে করিম উদ্দিন ভরসাকে তার প্রথম স্ত্রীর সন্তান সাইফুল উদ্দিন ভরসার জিম্মায় দেন। এরপর তার সঙ্গে আর দেখা করতে পারছেন না বলে অভিযোগ অপর সন্তানদের।
তাই করিম উদ্দিন ভরসার অবস্থান জানতে এবং তাকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিতে তার অপর ৯ সন্তান হাইকোর্টে রিট করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
