ঈদুল আজহা উপলক্ষে বদরগঞ্জ পৌরসভার আওতাধীন ভিজিএফ এর কার্ডধারী সহ ৫ হাজার পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। বুধবার (০৬ জুলাই) সকালে বদরগঞ্জ পৌরসভা চত্বর থেকে এই চাল বিতরণ শুরু হয়।
পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল জানান, প্রত্যেক কার্ডধারী পাবেন ১০ কেজি করে চাল। এরমধ্যে সরকারিভাবে ভিজিএফ এর কার্ডধারী রয়েছে ৩ হাজার ৮১ টি পরিবার। বাকি ১ হাজার ৯ শত ১৯ টি পরিবারকে নিজ অর্থায়নে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
এসময় পৌরসভা মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল পৌরসভার কাউন্সিলর উজ্জ্বল কুমার সাহা, মহিলা কাউন্সিলর শাহনাজ বেগম শেলী, পৌর হিসাবরক্ষক আশিকুর রহমান শুভ, সাংবাদিক মেজবাহুল কবির সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
