রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোগাড়ির যাত্রী মোঃ আফাজ উদ্দীন (৭৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (২৫ মে) বিকেল ৫টার দিকে রংপুর-বদরগঞ্জ মহাসড়কের চেংমারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফাজ উদ্দীন বদরগঞ্জ উপজেলার মৌয়াগাছ মুচিররহাট এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর থেকে অটোগাড়িতে বদরগঞ্জে আসার পথে চেংমারী এলাকায় একটি ট্রাককে সাইট দিতে গিয়ে অটোগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। এ সময় অটোচালক সহ ৩ জন অটো যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বদরগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফাজ উদ্দিন নামে একজনের মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুর আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত আফাজ উদ্দিনের পরিবার ও আত্মীয়-স্বজনের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
