রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৮০) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের নাগের হাট ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫ টায় নাগের হাট ব্রীজের পশ্চিম মাথায় চার্জার ভ্যানযোগে যেতে থাকলে অপর দিক থেকে আসা মাইক্রোবাসের ধাক্কায় তিনি রাস্তার উপর পরে যান এবং উক্ত মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। মাইক্রোবাসটি সহ চালক পলাতক।
স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
এ ঘটনায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বিকেলে সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। পরিবার ও আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
