রংপুর বদরগঞ্জ উপজেলায় পরিষদের চত্বরে শিল্পকলা একাডেমী,পাবলিক লাইব্রেরী ও হেল্পডেস্কের শুভ উদ্বোধন করা হয় রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক।
সোমবার ১৯ ডিসেম্বর দুপুরে উপজেলার চত্বরে শিল্পকলা একাডেমী,পাবলিক লাইব্রেরী ও হেল্পডেস্কের উদ্বোধন করা হয় । এ উপলক্ষে উপজেলা হলরুম এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর-২ বদরগঞ্জ ও তারাগঞ্জ আসনের সংসদ সদস্য, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ফজলে রাব্বি সুইট।পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল। উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা জাহানুর। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান সহ উপজেলা দপ্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
