রংপুরের বদরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোঃ গালিব (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের দাড়ার হাট নামক গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু গালিব ওই গ্রামের মোঃ আতারুল রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে গালিব ভাসতে দেখেন।দিঘীরপাড় পুকুর থেকে ওই এলাকার লোকজন মরদেহ উদ্ধার করে।স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন বদরগঞ্জ থানার (ওসি) তদন্ত নুর আলম সিদ্দিক ও এসআই ওয়ালিউর রহমান।
এ ঘটনায় বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুর আলম সিদ্দিক বলেন, পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবার ও আত্মীয়-স্বজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
