33.6 C
Rangpur City
Friday, August 12, 2022
Royalti ad

রংপুরের বদরগঞ্জে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন

-- বিজ্ঞাপন --

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদে জাতীয় মৎস সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে দশটায় মৎস প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয়ে উদ্বোধন ও আলোচনা সভায় করেন উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা ধনঞ্জয় ব্যানার্জি।

-- বিজ্ঞাপন --

উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর ২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক এমপি, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা জাহানুর, সহকারি কমিশনার ভূমি কাশপিয়া তাসরিন।

-- বিজ্ঞাপন --

উদ্বোধনীয় অনুষ্ঠান সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। তিনি এ সময় বলেন, দেশীয় মাছ রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।এ উপজেলার নদী-নালা, খাল-বিলে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। বর্তমানে মাছ চাষের অবাদ জলাশয়ে যত্রতত্র পাট জাগ দেওয়ার ফলে পানি দূষণ হয়ে বেশ কিছু প্রজাতির দেশীয় মাছ বিলুপ্তির পথে। তাই পাট চাষীদের পাট পচনে নিদিষ্ঠ স্থান বেছে নেওয়া উচিত। এছাড়া মাছ রক্ষা করতে, চায়না জাল, দুয়ারী, চাক, ম্যাজিক, কারেন্ট, মশারী জাল ব্যবহার পরিহার করতে হবে।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,637FollowersFollow
498SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles