রংপুরের বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে সুবর্ণা (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শান্তি নগর হিন্দু পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সুবর্ণা ওই গ্রামের পরিতোষের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার দুর্গাপুর ডারার পাড় গ্রামের বাবলুর মেয়ে সুবর্ণা প্রায় দেড় বছর আগে বিয়ে করেন পরিতোষ। তাদের ঘরে কোনো বাচ্চা নেই। রাত ৩টার দিকে নিজ ঘরে গলায় ওরনা দিয়ে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
