রংপুরের পীরগাছায় মাটির নিচে পুতে রাখা অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমাবার (৫ জুলাই) দুপুরে উপজেলার তালুক ঈশাদ নয়াটারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি বৈদ্যুতিক খুুঁটি সংলগ্ন সমতল জমিতে উঁচু জায়গা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে মাটি খুঁড়ে ওই নারীর মাথা দেখতে পায় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার পর রংপুরের সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) আশরাফুল আলম ও সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৮-২০ বছরের মধ্যে হবে।

মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
