রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এবার একটি একতলা বাসার ছাদে মিলল মধ্য বয়সি এক পুরুষের লাশ। এখনও তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেতগাড়িহাটের করিম সরকারের নির্মাণাধীন দুই তালা ভবনের একতলার ছাদে থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন জানান, বুধবার সন্ধ্যায় স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ উপজেলার বেতগাড়িহাটের করিম সরকারের নির্মাণাধীন দুই তালা ভবনের একতলার ছাদে অভিযান চালাই। সেখান থেকে মধ্য বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে গেঞ্জি এবং পরনের লুঙ্গি ছিল। নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়নি। সিআইডির মাধ্যমে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। সুরুতহাল রিপোর্টের পর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে লাশটি সেখানে গেলো সে বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। বেশ কিছু আলামতও মিলেছে।
