রংপুরের গঙ্গাচড়ায় ব্রিজের নিচ থেকে মাহের উদ্দিন (৮০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে গঙ্গাচড়া বাজার সংলগ্ন এলাকার ভুটকার ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাহের উদ্দিন গঙ্গাচড়া উপজেলার উত্তর পানাপুকুর গ্রিয়ারপার গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় গঙ্গাচড়া বাজারে বিভিন্ন ফসলের একটি বীজ ভান্ডার রয়েছে মাহের উদ্দিনের। প্রতিদিনের মতো বুধবার বিকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে দোকানে যান। তবে রাত ১১টার দিকে দোকান বন্ধ করে আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের লোকজন রাতে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভুটকা ব্রিজের নিচে মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয় গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
