রংপুরের কাউনিয়া উপজেলার ঢুসমারা এলাকায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৮ মার্চ) শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই দিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম সোহরাব আলী(৪০)। তিনি উপজেলার চর ঢুসমারা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটির পরিবার অভিযুক্ত সোহরাব আলীর পূর্বপরিচিত।সেই সুবাদে দীর্ঘদিন থেকেই সোহরাব আলীর শিশুটির বাড়িতে যাতায়াত ছিল। গত শনিবার (৫ মার্চ) দুপুর ১ টার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা পাশের বাড়িতে কাপড় সেলাই করতে যায়। এই সুযোগে সোহরাব আলী শিশুটিকে একা পেয়ে বিভিন্ন প্রলোভোন দেখিয়ে মোবাইলে ভিডিও দেখার কথা বলে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু বয়স কম হওয়ায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয় সোহরাব আলী। পরে শিশুটির মা বাড়িতে এসে দেখে শিশুটি ভয়ে অস্বাভাবিক আচরণ করছে। শিশুটি তার মা ও এলাকাবাসীর সামনে ঘটনাটি খুলে বলে।
এ ঘটনায় মঙ্গলবার (৮ মার্চ) শিশুটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন।মামলা নম্বর ৪। কাউনিয়া থানা পুলিশ রাতেই অভিযুক্ত সোহরাব আলীকে গ্রেফতার করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত সোহরাব আলীকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে। নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
