রংপুরের কাউনিয়ায় পুলিশের সেবা মাঠ পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় কাউনিয়া থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। পুলিশ সুপার বলেন, পুলিশেই জনতা, জনতাই পুলিশ। সামজিক অবক্ষয় সহ বিশৃঙ্খলা রোধে জনগনকে সম্পৃক্ততা করে পুলিশ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। তবে যাঁরা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনো আপস নেই।

পুলিশ সুপার আরো বলেন, অনলাইনে জুয়া খেলা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমুলক পোষ্ট বন্ধে সাইবারক্রাইম কাজ করে যাচ্ছে। সামাজিক অবক্ষয় রোধে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্যবিবাহ ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বন্ধ হয়ে যাবে। এলাকার কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন সন্দেহ হলে এবং মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য থাকলে তা জানানোর জন্য আহ্বান জানান তিনি।
সহকারি পুলিশ সুপার সি সার্কেল আশরাফুল আলম পলাশ বলেন, আপনারা যে কোন সমস্যা নিয়ে নির্দ্বিধায় থানার ওসির কাছে আসবেন। যদি ওসি ব্যবস্থা না নেয়, তাহলে আমাকে (এএসপিকে) জানাবেন। আমি বিষয়গুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

সম্প্রতি মটরসাইকেল চুরি ঘটনা বেড়ে যাওয়ার ঘটনা প্রসঙ্গে সহকারি পুলিশ সুপার বলেন, পুলিশের আভিযানিক দল ইতিমধ্যে সঙ্গবদ্ধ চোর চক্রটির সদস্যের ধরতে মাঠে কাজ করছে।উপজেলার গুরুত্বপুর্ন স্থান গুলোতে সিসি ক্যামেরা না থাকায় চোর সনাক্তে কিছুটা সমস্যা হচ্ছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার আলী, হারাগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজু আহমেদ, কুর্শা পরিষদ চেয়ারম্যান আব্দুল মাজিদ, টেপামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেদুল ইসলাম প্রমুখ।
