সড়ক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কাউনিয়ার মীরবাগ এলাকার সচেতন নাগরিকরা।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে তিনটায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ বাসস্ট্যান্ডে সচেতন নাগরিকের ব্যানারে এলাকার সাধারণ মানুষ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন।

এসময় বক্তব্য রাখেন, মোঃ বাদল, মামুন, হাসিম, নান্নু, রাকিব, রবিউল, সাগর প্রমুখ। বক্তরা বলেন,
কাউনিয়া উপজেলার মহাসড়কে ১২ ঘন্টার ব্যবধানে দুইটি সড়ক দুর্ঘটনায় দুইটি তাজা প্রাণ চলে গেছে। নিঃস্ব হয়েছে নিহতদের পরিবার।

তারা বলেন, সড়ক মহাসড়ক গুলোতে যদি অবৈধ যানবাহন চলাচল না করতো তাহলে হয়তো এমন দুর্ঘটনা ঘটতো না। তাই অবৈধ যানবাহন চলাচল বন্ধ করে সড়কে নিরাপদ রাখার দাবি করেন।
