রংপুরের কাউনিয়া উপজেলায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজনে উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সদস্যগণের তিনদিন ব্যাপী ইউনিয়ন পরিষদ সংক্রান্ত অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষন কোর্র্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপাার, মো: আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা তারিন, কাউনিয়া থানার ওসি মাসুমুুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি প্রমুখ।

সমাপনী দিনে সফল ভাবে কোর্স শেষ করার জন্য সকলকে সদন প্রদান করা হয়।
